মেহেরপুর নিউজ:
অপহরণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরিফুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার বিকালের দিকে আরিফুল ইসলাম মেহেরপুর নারী-শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক তৌহিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তৌহিদুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। প্রায় ৬ বছর পূর্বে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিশ্চিন্তপুর গ্রামের মৌসুমী খাতুন নামের এক মহিলাকে অপহরণ করার দায়ে মৌসুমী খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেন। ঐ মামলায় তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছিলেন। ওই সময় আরিফুল ইসলাম পলাতক ছিলেন। দীর্ঘ প্রায় ৬ বছর পর দেশে ফিরে রবিবার বিকালের দিকে আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।