খুলনা বিভাগ

অপহরণের ২ ঘন্টা পর গাংনীর ধলা গ্রামের শিশু উদ্ধার

By মেহেরপুর নিউজ

July 17, 2019

অপহরণের প্রায় দু’ঘন্টা পরে মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামের এক শিশু উদ্ধার হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে গাংনী বাঁশবাড়িয়া মাঠ থেকে উদ্ধার হয়। ঐ শিক্ষার্থী রামকৃষ্ণপুর ধলা গ্রামের হঠাৎ পাড়ার কৃষক সিফাতুল্লার ছেলে হুসাইফা। সে মেহেরপুরের মাদ্রাসার ৫ম শ্রেনীর ছাত্র।

অপহৃত শিক্ষার্থী হুসাইফা জানায়, সে তার মাদ্রাসার রেলিং এ কাপড় শোকাতে দেওয়া ছিল সেই কাপড় তুলতে গেলে মাইক্রো গাড়ি থেকে তিন জন লোকের মধ্যে একজন আসরের নামাজ কখন হয় জানতে চায়লে সে তাদের নিকট গিয়ে বলতে গেলে মুহুর্তের মধ্যে তারা ছাত্রটিকে গলা হাত ধরে মাইক্রোতে তুলে নেয় এবং মুখে হাত দিলে সে জ্ঞান হারিয়ে ফেলে।

শিক্ষার্থী আরে জানায়, মাইক্রোতে করে ছুরা দিয়ে ভয় দেখায় ও ঘুরিয়ে ঘুরিয়ে মাগরিবের নামাজের সময় গাংনীর বাঁশবাড়িয়া ও পোড়াপাড়া গ্রামের ফাঁকা মাঠে নামিয়ে দেয়। পরে একটি অটো গাড়ির চালককে অনুরোধ করলে সে গাংনীর কাথুলী মোড়ে নামিয়ে দিয়ে যায়।

পরে গাংনী থানার ভার প্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমানকে, অবহিত করে শিক্ষার্থীর বাড়ি ও মাদ্রাসায় খবর দিলে মাদ্রসার শিক্ষক আলতাব হোসেন ও তার পিতা সিফাতুল্লাহ এসে তাকে নিয়ে যায়। তবে অপহরণের বিষয়টি নিয়ে এলাকায় গুঞ্জন চলছে।