মেহেরপুর নিউজ,০৬ ফেব্রুয়ারী:
সিআইডি’র (ক্রিমিনাল ইনভেষ্টিগেশন ডিপার্টমেন্ট) এডিশনাল ইন্সপেক্টর জেনারেল শেখ হিমায়েত হোসেন পিপিএম বলেছেন, অন্যায় করলে পুলিশও ছাড় পাবে না। পুলিশ জনগনের বন্ধু হিসাবে কাজ করতে চাই। দেশের বিপুল পরিমান পুলিশের মাঝে দুই এক জন পুলিশ সদস্য অন্যায় কাজ করতেই পারে কিন্তু তাদেরও ছাড় দেওয়ার কোন অবকাশ নেই। সিআইডি প্রধান বলেন, পুলিশ ও সিআইডি সদস্যরা দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত কল্পে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে তাদের এ কার্যক্রমকে আরো গতিশীল করতে সকলকে সহযোগিতা করতে হবে।
সিআইডি’র এডিশনাল ইন্সপেক্টর জেনারেল শেখ হিমায়েত হোসেন পিপিএম শনিবার বিকালে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের তৃতীয় তলায় সিআইডির মেহেরপুর জেলা ক্যাম্পের নবনির্মিত অফিস ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথাগুলো বলেন।
এর আগে তিনি নামফলক উন্মোচন এবং ফিতা কেটে নতুন ভবনের উদ্বোধন করেন। মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম, সিআইডির (যশোর ও কুষ্টিয়া বিভাগ) পুলিশ সুপার সামসুল আলম, পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহাসন উল্লাহ, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, ব্যবসায়ী জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আহমারুজ্জামান, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর থানার ওসি আহসান হাবিব, গাংনী থানার ওসি আকরাম হোসেন, কোর্ট ইন্সপেক্টর শামিম মুসা, সিআইডি ইন্সপেক্টর হাসান ইমাম সেখানে উপস্থিত ছিলেন।
বিকাল সোয়া ৩টার দিকে সিআইডি প্রধান মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে এসে পৌছালে পুলিশ সুপার হামিদুল আলম, সিআইডির (যশোর ও কুষ্টিয়া বিভাগ) পুলিশ সুপার সামসুল আলম , পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে পুলিশের একটি চৌকষ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় তিনি তাদের অভিবাদন গ্রহন করেন।
গার্ড অব অনার শেষে পুলিশ সুপারের কক্ষে এক সুধী সভা অনুষ্ঠিত হয়। সুধী সভায় অন্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সহসভাপতি আব্দুল হালিম, জেলা পুলিশিং কমিটির সভাপতি ডা. এম এ বাশার প্রমুখ উপস্থিত ছিলেন। পরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলার আইনশৃক্সখলা পরিস্থিতি নিয়ে পুলিশ কর্মকর্তা ও সিআইডি সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।