মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা জজ কোর্টের নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর পিপি আবু সালে মোঃ নাসিম বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার আমাকে পিপি হিসাবে নিয়োগ দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানাই। একই সাথে এই গুরু দায়িত্ব পালন করার সর্বাত্মক চেষ্টা করব। তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বাত্মক চেষ্টা করবো। সাথে সাথে নিরপরাধ মানুষ যাতে কোনরকম কষ্ট না পাই সেদিকে খেয়াল রাখবো। মেহেরপুর জেলা জজ কোর্টের পিপি নিয়োগ প্রাপ্ত হওয়ার পর আবু সালেহ মোঃ নাসিম মেহেরপুর নিউজের সাথে আলাপকালে একথা বলেন।
আবু সালেহ মো নাসিম ১৯৮৩ সালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি। ১৯৮৫ সালে মেহেরপুর সরকারি কলেজ থেকে এইচএসসি। ১৯৮৮ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স। এবং ১৯৯০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাস করার পর ১৯৯৫ সালে মেহেরপুর জজকোর্টে আইন পেশা শুরু করেন।
মেহেরপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ডপাড়ার বাসিন্দা, মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মরহুম জাহাঙ্গীর হোসেনের জ্যেষ্ঠ পুত্র আবু সালে মোঃ নাসিম ২০১৯-২০২০ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত এ পি পি হিসেবে দায়িত্ব পালন করেন।আবু সালেহ মোঃ নাসিম সকলের কাছ থেকে দোয়া কামনা করেছেন।