বর্তমান পরিপ্রেক্ষিত

অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট বালককে পৌর একাদশ জেলা চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

January 22, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে জেলা পর্যায়ে জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট বালককে মেহেরপুর পৌর একাদশ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।

বুধবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত জেলা পর্যায়ের ফাইনাল খেলায় মেহেরপুর পৌর একাদশ স্টাইব্রেকারে ৩-১ গোলে গাংনী উপজেলা একাদশকে পরাজিত করে। তীব্র প্রতিদ্বন্দ্বিপূর্ণ খেলায় নির্ধারিত সময় কোন গোল না হওয়ায় শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে খেলাটি টাইব্রেকারে গড়ায়। এতে মেহেরপুর এর পক্ষে মাসুম, তানভীর এবং শান্ত একটি করে গোল করেন।

গাংনীর পক্ষে আবু সাঈদ একটি গোল করেন। গাংনীর নয়ন এবং বাদশার কিক মেহেরপুরের গোলরক্ষক তানভীর আটকে দেন। এবং রিদওয়ানের কিক বারের উপর দিয়ে চলে যায়।খেলায় মেহেরপুরের তানভীর সেরা গোলরক্ষক এবং আশরাফুল সেরা খেলো নির্বাচিত হন।