মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে জেলা পর্যায়ে জাতীয় ফুটবল অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) তে মেহেরপুর পৌর একাদশ জেলা পর্যায়ে ফাইনালে উঠেছে।
মঙ্গলবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় মেহেরপুর পৌর একাদশ টাইব্রেকারে ৩-০ গোলে সদর উপজেলা একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময় খেলাটি গোলশূন্যভাবে শেষ হওয়ায় টাইব্রেকারের আশ্রয় নিতে হয়। টাইব্রেকারে পৌরসভা একাদশের পক্ষে সুস্মিতা, রোশনি এবং শারমিন একটি করে গোল করেন। সদর উপজেলার ববিতা, জান্নাতুল এবং পলি তিনটি কিক পৌর একাদশের গোলরক্ষক সুস্মিতা আটকে দেন।