বর্তমান পরিপ্রেক্ষিত

অনূর্ধ্ব ১৬ ক্রিকেট টুর্নামেন্টের মেহেরপুর জেলা দল ঘোষণা

By মেহেরপুর নিউজ

February 08, 2025

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র উদ্যোগে আগামী ১৬ ফেব্রুয়ারী নড়াইলে অনুষ্ঠিতব্য ইয়াং টাইগার অনূর্ধ্ব ১৬ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫- এ অংশগ্রহণ করার লক্ষ্যে মেহেরপুর জেলা দলের নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে মেহেরপুর জেলা দলের নাম ঘোষনা করা হয়। রাগিব নেহাল খানকে দলিয় অধিনায়ক করে ঘোষিত দলের অন্য সদস্যরা হলো তাসিন ওয়াহিদ, আশফাক আহমেদ মাসফি, তৌসিফ আল হাসান, আতিফ আদনান কাসাব, মোহাম্মদ জিহাদ রানা, আজমাইল, সাফওয়ান, আনমল,হাসানুজ্জামান উশান,মোঃ মাহফুজ রহমান, রেদুওয়ান বিন রিফাত, জাকি আবেদিন,মোহাম্মদ সাইমুন রহমান, তাসিন আশরাফ রাজ, ফারহান মাহমুদ রিফাত, সিনান সাদমান সুয়াইলি,তানিম আহমেদ সিনান সাদমান সাইফি,জাররাফ শাহরিয়ার। নাম ঘোষণার সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ক্রিকেট কোচ হাসানুজ্জামান হিলন, সহকারী কোচ আশহাদুর রহমাম অনু।