ডেস্ক রিপোর্ট, ২০ মে:
লন্ডনে অনুশীলনের প্রথম দিনের ঐচ্ছিক টেনিং এ ব্যাট হাতে অনুশীলন করেছেন ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলতে না পারা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেটাররা চাইলে নিতে পারতেন বিশ্রাম, চাইলে করতে পারতেন অনুশীলনও। দুজন বাদে বাকি টাইগার ক্রিকেটাররা একটু অবসর সময়ই কাটালেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে সাইড স্ট্রেইনের চোটে পড়ে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হয়নি সাকিবের। একেবারেই যে খেলতে পারতেন না এমনও নয়। তবে বিশ্বকাপের মত বড় আসরকে সামনে রেখে ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। খেলবেন বা খেলবেন না, সেই সিদ্ধান্তটা সাকিবের উপরই ছেড়ে দেয়া ছিল। শেষ পর্যন্ত ফাইনালে নামা হাতছাড়া হয়ে গেছে।
কার্ডিফে যাওয়ার আগে লেস্টারে ঘাঁটি গেড়েছে বাংলাদেশ দল। গ্রেস রোডের সেন্টার উইকেট নেটে প্রথমদিনে ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব-মুশফিক দুজনই। বেশ স্বাচ্ছন্দ্যেই ব্যাটিং করেছেন সাকিব, করেছেন রানিংও। চোট থেকে ফেরার পর যে অস্বস্তিটা থাকে সেটা দেখা যায়নি টাইগার সহ-অধিনায়কের মাঝে।মাঠে অনুশীলন না করলেও বাকিরা ঠিকই ঘাম ঝরিয়েছেন। সবাই কম-বেশি জিমে সময় কাটিয়েছেন।
বিসিবির উদ্যোগে লেস্টারে চারদিনের অনুশীলন শেষে কার্ডিফে শুরু হবে বাংলাদেশের আনুষ্ঠানিক বিশ্বকাপ অনুশীলন, আইসিসি তখন দলগুলোর দায়িত্ব নেবে। ২ জুন লন্ডনে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।