মেহেরপুর নিউজ:
বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উদ্যোগে সাতক্ষীরা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ইয়ং টাইগার অনুর্ধ’১৪ ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপের বিভাগীয় পর্যায় খেলায় মেহেরপুর জেলা একাদশ জয়ের ধারা অব্যাহত রেখেছে।
মেহেরপুর জেলা একাদশ তাদের নিজেদের ৩য় খেলায় যশোর জেলা দলকে দ্বিতীয়বারের মতো পরাজিত করেছে। বুধবার অনুষ্ঠিত নিজেদের ৩য় খেলায় টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর ৪৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে। মেহেরপুরের পক্ষে রাগিব নেহাল ৫৩ রান সংগ্রহ করেন। জবাবে খেলতে নেমে যশোর জেলা একাদশ মেহেরপুরের তাসিম ওয়াফি এবং অনুরোধের এর বিধ্বংসী বোলিং মুখে যশোর জেলা দল ৩৫ ওভারে মাত্র ৮৪ রান করে সবাই আউট হয়ে যায়।
মেহেরপুরের পক্ষে তাসিম ওয়াফি এবং অনুরোধ ৩ টি উইকেট দখল করে। ডাবল লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর জেলা একাদশ তাদের উদ্বোধনী খেলায় যশোর কে পরাজিত করেছিল।ফিরতি খেলায় আবারো যশোরকে পরাজিত করে। মেহেরপুর জেলা একাদশ সাতক্ষীরা ভেনুতে চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।