মেহেরপুর নিউজ:
ইয়ং টাইগার অনুর্ধ’১৪ ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপে বিভাগীয় পর্যায়ের খেলায় মেহেরপুর জেলা একাদশ জয়লাভ করেছে। শনিবার অনুষ্ঠিত নিজেদের প্রথম খেলায় মেহেরপুর জেলা অনূর্ধ্ব ‘১৪ দল ৭ উইকেটে যশোর জেলাকে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে যশোর জেলা একাদশ মেহেরপুরের তাসিন এর বিধ্বংসী বোলিং মুখে ২২ ওভারে মাত্র ৬০ রান করে সবাই আউট হয়ে যায়। মেহেরপুরের পক্ষে তাসিন ৪ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে মেহেরপুর জেলা একাদশ ২৭ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়। রাজিব নেহাল খান দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন।