রাফিয়া আক্তার **************
নাগরিক সম্মেলনে আমার মঞ্চে ওঠার কোন ইচ্ছাই ছিল না, হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্টিং খুব অসহ্য লাগে জনসম্মুখে ভরা জনসভায় ভাই সব বলে রাজনৈতিক বক্তব্য নয় , বলতে চাইছি, আমার তীব্র ঘৃণার কথা আক্রোশের কথা, মহাসম্মেলন আজ বিচার করুন আমি বলতে চাইছি আমার ফাঁসি হোক হোক যাবজ্জীবন কারাদণ্ড তবু রন্ধ্রে রন্ধ্রে যে ঘূনপোকা সমাজের শরীরে বলুন এর চিকিৎসা কি হবে? সে, আপনি ও আমি আমাদের সবার কিইবা করার আছে! আজকের কবিরা বলুন আর কোন কবিতা লিখবেন না, যতদিন সমাজের ঘূণপোকা পচে না যায় জাতীয় সংগীত বাজবে না শিশুদের নিরাপত্তা, নারীর সম্ভ্রম , সন্তানের ঘরে ফেরার নিশ্চয়তা এই সব দাবী যতক্ষণ পর্যন্ত না পূরণ হবে কোন দৈনিক পত্রিকা বের হবে না শিল্পী আঁকবে না কোন অদ্বিতীয় চিত্রকর্ম। বন্ধ ঘোষণা করা হোক সকল প্রকার মুদি দোকান, কাঁচা বাজারে আগুন জ্বালিয়ে দেওয়া হোক আমার মা, যাঁর কলিজায় সন্তান হারাবার রক্ত তাঁকে একটু নিশ্চিন্তে ঘুমাতে দেওয়া হোক এই টুকুনই আর্জি আমার বিচার করুন আপনারা আর তো কিছু চাইনি আমি, বেশী চেয়েছি কি?