মেহেরপুর নিউজ:
মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আতাউল গণি বলেছেন শুধু অনার্স পাশ করলে চলবে না হাতে কলমে কাজ শিখতে হবে। তা না হলে চাকরি পাওয়া যাবে না।
জেলা প্রশাসক বলেন, বর্তমানে যারা হাতে কলমে কাজ শিখতে পারবে তারা কেউ বসে থাকবে না বেকার থাকবে না। জেলা প্রশাসক মোঃ আতাউল গনি বুধবার সকালে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে টেকনিক্যাল স্কুল প্রাঙ্গণে নবম শ্রেণির শিক্ষার্থীদের বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফয়েজুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক রফিকুল আলম। জাতীয় সংগীতের সুরে অনুষ্ঠানের সূচনা করা হয়, এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সঙ্গীত অনুষ্ঠান সহ এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ এবং নবাগত ছাত্রদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিআইএ শামিমুল কবির, রঞ্জিত কুমার মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ এইচ এম শরিফুল আলম, মৌসুমী