গাংনী অফিস, ২৬ সেপ্টেম্বর:
উদয়ন বৃক্ষরোপণ সংস্থার উদ্যোগে ভূমিক্ষয়,বজ্রপাত রোধ ও অনাকাংখিত মৃত্য রোধে গাংনী উপজেলার পাকুড়িয়া গ্রামের সড়কে তালবীজ রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বেলা ১০টার দিকে পাকুড়িয়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড় থেকে তালবীজ রোপণ কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। সভাপতিত্ব করেন উদয়ণ বৃক্ষ রোপন সমিতির সভাপতি ও জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।
দিলারা রহমান বলেন, ইদানিং আমাদের দেশে বজ্রপাতের মাত্রা বেড়ে যাওয়ায় অনাকাংখিত মৃত্যু ঘটনা ঘটছে। এটাকে রোধ করবে তাল গাছ। তাই এই কর্মসুচিকে আমি স্বাগত জানায়।
ওয়াসিম সাজ্জাদ লিখন জানান, এর আগেও অনানুষ্ঠানিকভাবে এক হাজার চারা রোপণ করা হয়েছে। আরও দুই হাজার চারা রোপণের লক্ষ্যে আজ এক হাজার চারা রোপণ করা হবে।