কৃষি সমাচার

অধিক ফলনের আশায় ভারতীয় জেসমিন ধানের বীজ রোপন করে মেহেরপুরের কৃষকরা দিশেহারা

By মেহেরপুর নিউজ

April 25, 2012

মো: আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ এপ্রিল: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা,আমঝুপি, হিজুলি সহ বিভিন্ন গ্রামের মাঠে চাষীরা অধিক ফলনের আশায় ভারত থেকে আনা জেসমিন জাতের বীজ রোপন করা প্রায় ২’ শ’ বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে। অধিক ফলনের আশায় জমিতে লাগানো ওই ধানের শীষ বের হওয়ার পরপরই ২৪ ঘন্টার মধ্যে ধানের সব শিষ  চিটা ও সাদা হয়ে শুকিয়ে  যাচ্ছে। ধানের চিটে পড়ায় অনেক চাষি ওই ধান গরুর খাদ্য হিসেবে কেটে নিয়ে যাচ্ছে। জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর  জানিয়েছেন,চলতি মৌসুমে মেহেরপুর জেলায় ভারতীয় জেসমিন জাতের ধানের চাষ হয়েছে ৫’শ বিঘার মতন। বিঘা প্রতি ধান চাষে চাষীদের ১১ হাজার থেকে ১২ হাজার টাকা খরচ হয়েছে। বিগত মৌসুমে চাষীরা এ ধান চাষ করে লাভবান হওয়ায় এ বছর আরোও বেশি করে আবাদ করে দিশেহারা হয়ে পড়েছে চাষীরা। কারন ধানের শীষ বের হওয়ার ২৪ ঘন্টার মধ্যে সব শিষ  চিটা ও সাদা হয়ে শুকিয়ে যাচ্ছে। ধান চাষী আব্দুর রহিম বলেন,জেসমিন ধানে বিঘা প্রতি ১৫ হাজার টাকা খরচ হয়ে গেছে। গত বছর বিঘা প্রতি ৩০ মন ধান পেয়েছি। কিন্তু এ বছর কিছুই পাবোনা। কারন এবার সব ধানেই চিটা। জেলা কৃষি স¤প্রসারন বিভাগের একটি বিশেষজ্ঞ দল মাঠ পরিদর্শন করে সাফ জানিয়ে দিয়েছে কিছুই করার নাই।  তারা জানান, জেসমিন জাতের বীজ সম্পর্কে তাদের কোন ধারনা নেই। তবে হরমোন জনিত কারনে এবং অতিরিক্ত গরম পড়ার ফলে সব ধান চিটে হয়ে যাচ্ছে। যদি আবহাওয়া ঠান্ডা হয় তাহলে এর হাত থেকে বাঁচবে চাষীরা। ধান চাষী করিম শেখ জানান,জেসমিন ধান ৫ বিঘা লাগিয়ে বর্তমানে ৫ সের ধানও আমার ভাগ্যে জুটছেনা। ধান চাষী সইফুতুল্লাহ বলেন,ধানে চিটা পড়ে গেছে। আমরা এ ধান গরুকে কেঁটে খাওয়াচ্ছি। এ ধানে কোন দানা নেই। ধান চাষী রবদেল শেখ বলেন,এ বছর ২’শ থেকে ৩’শ বিঘা জেসমিন ধানের আবাদ করা হয়েছে। এ ধানের সম্পূর্ণটা চিটা। কোনটাতেই দানা হচ্ছেনা। মোঃ নাসির উদ্দীন খান,শষ্য বিশেষজ্ঞ ও জেলা প্রশিক্ষন কর্মকর্তা বলেন,ধানের ফুল ফোটার সময় যদি তাপমাত্রা ৩৫ ডিগ্রী সেলসিয়াসের বেশি হয়ে যায় তাহলে সে ধান মাত্রাতিরিক্ত চিটা হয়ে যাবে। আমাদের দেশীয় জাতীয় ধানে তাপমাত্রা বেশি হলেও কোন সমস্যা হবেনা। কারন দেশীয় জাতের ধান গুলো তাপ সহ্য করতে পারে। কিন্তু ভারতীয় জেসমিন জাতের ধান তাপ সহ্য করতে পারেনা। তাপমাত্রা বেড়ে যাওয়ার কারনে ধানে বেশি মাত্রায় চিটা হয়েছে। তাপমাত্রা কমলে পরিস্থিতির উন্নতি হবে। আর যদি তাপমাত্রা আরোও বাড়ে তাহলে ধানের আরোও ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। জেসমিন ধান চাষ করে চাষের খরচের টাকা তোলা দূরের কথা। বর্তমানে ওই ধান কাটার খরচও উঠবে না চাষীদের। এই পরিস্থিতিতে চাষীদের পড়েছে মাথায় হাত।