অপরাজিতা অর্পিতা
==================
আযানের ধ্বনি শোনা যায়
ভোর হতে এখন আরো কিছুক্ষণ বাকি,
অন্ধকারাচ্ছন্ন এই সময়ে
হঠাৎ মনে পড়ে যায় তোমাদের,
ফিরে যাই অতীতে যে অতীত
দেখা হয়নি এ প্রজন্মের;
কৌতুহলী দৃষ্টি নিয়ে যা
খুঁজে ফিরি ইতিহাসের পাতায়।
স্মৃতির পাতাগুলো ধূসর
খসখসে মলিন হলেও
মনে পড়ে সেই সংবাদ,
সেই দিন, সেই বিজয় উল্লাস
বৃষ্টির মতো ঝরা গুলিতে ঝরে গেলো
ত্রিশ লক্ষ তাজা কিছু প্রাণ, কিছু সম্ভাবনা;
লক্ষ মা বোনের সম্মান আর
অগণিত মানুষের হাহাকারে
পৃথিবী কম্পিত হলেও আমরা পেলাম বিজয়,
আমাদের কাঙ্ক্ষিত সেই বিজয়।
অতঃপর গত হয়েছে অনেক
গুলো বছর স্মৃতির পাতা গুলো
মলিন থেকে মলিনতর হয়,
নিজের অজান্তেই মনে প্রশ্ন জাগে
তোমাদের আত্মত্যাগের মূল্যায়ন কি আমরা করতে পেরেছি?
এই যে এতো কথা,
এতো ভাবনার স্বাধীনতা আমাদের,
তার কি সঠিক মর্যাদা দিতে পেরেছি?
হয়েছি কি স্বাধীন?
পেয়েছি কি সত্যিকারের বিজয়?
আযানের ধ্বনিতে চমকে থমকে উঠি,
ভাবি, স্মৃতির পাতাকে মলিন করতে
আরো একটি দিন গত হলো।