মেহেরপুর নিউজঃ
মানসম্মত প্রাথমিক শিক্ষা, নিয়মিত শিশুদের উপস্থিতি, উপবৃত্তি বিতরণ, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ যত্ন নেওয়া ও স্বপ্নের প্রাথমিক বিদ্যালয় বিনির্মাণের লক্ষে ক্যাচমেন্ট এলাকার মায়েদের নিয়ে মা সমাবেশ অনু্ষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনু্ষ্ঠিত হয়।
রঘুনাথপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুর রহমান মানসম্মত প্রাথমিক শিক্ষা, নিয়মিত শিশুদের উপস্থিতি, উপবৃত্তি বিতরণ, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ যত্ন নেওয়া ও স্বপ্নের প্রাথমিক বিদ্যালয় বিনির্মাণের লক্ষে মায়েদের আহবান জানান।