মেহেরপুর নিউজঃ
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় মুরাদ আলি, বিপ্লব হোসেন এবং শিপন নামের তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার বিকালের দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত মুরাদ আলী যতারপুর গ্রামের সবদেল আলির ছেলে, বিপ্লব ও শিপন মুরাদ আলীর ছেলে।
জানাগেছে বিকালের দিকে মুরাদ এবং ইদ্রিস আলী নামের দুই ব্যক্তি তাদের বাড়ির পাশে চায়ের দোকানে বসে চা পান করার সময় তুচ্ছ ঘটনায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির জের ধরে এ ইদ্রিস আলী তার লোকজনকে নিয়ে মুরাদ আলী সহ দুই ছেলের উপর হামলা চালান। এ ঘটনায় তারা তিনজনে আহত হন। এ ঘটনায় মুজিবনগর থানায় মামলার প্রস্তুতি চলছিল।