মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে ২০২২-২০২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি)’র অর্থায়নে কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়।মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্প্রে মেশিন বিতরণ করেন। স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, লতিফন নেছা লতা। বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা এস এম আবু সালেহ। মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের ১৫২ কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়।