মেহেরপুর নিউজ:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ মেহেরপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
বুধবার মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে মেহেরপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠদের নামের তালিকা প্রকাশ করা হয়। এবারের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) হিসেবে কামদেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিনারুল ইসলাম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা গাংনী উপজেলার দুর্লভপুর দক্ষিণ ভরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাবিনা ইয়াসমিন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) মেহেরপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নাসিমা ইয়াসমিন।
শ্রেষ্ঠ কাব শিক্ষক মুজিবনগর উপজেলার আনন্দবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেন। শ্রেষ্ঠ কর্মচারী মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক লুৎফর রহমান। শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার গাংনী উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন। শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর মেহেরপুর পিটিআই ইন্সট্রাক্টর আবুল কালাম আজাদ। শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার মুজিবনগর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন।
শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু। শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক। শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং শ্রেষ্ঠ এস এম সির (বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি) হান্নান গঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আল-আমিন হোসেন।