মেহেরপুর নিউজ:
মেহেরপুরে ৩২ তম আন্তর্জাতিক এবং ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালের দিকে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম হোসেনের নেতৃত্বে র্যালিটি মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে চত্বরে গিয়ে শেষ হয়।পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি, শহর সমাজসেবা কর্মকর্তা সোহেল মাহমুদ, মেহেরপুর জেলা পুলিশের বিশেষ শাখার ইন্সপেক্টর তরিকুল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল সেখানে উপস্থিত ছিলেন।