মেহেরপুর নিউজ:
মাদকবিরোধী অভিযানে ৯০ বোতল ফেনসিডিল সহ শের আলী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। শনিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার যাদবপুর ব্রিজের কাছে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা গেছে মাদকের একটি বড় চালান সীমান্ত এলাকা থেকে শহরে প্রবেশ করবে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এসআই সঞ্জীবের নেতৃত্বে এ এস আই শাকিলসহ সঙ্গীও ফোর্স নিয়ে মেহেরপুর সদর উপজেলার যাদবপুর ব্রিজের কাছে ওত পেতে বসে থাকে পুলিশের একটি দল।
পরে দুটি ইজিবাইক তল্লাশি চালিয়ে ৯০ বোতল ফেনসিডিল সহ শের আলী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন, মাদককের জিরো টলারেন্স ঘোষণা করে মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলমের নির্দেশে মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।