মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা আনসার ও ভিডিপি’র সদস্যদের শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমাবার দুপুরের দিকে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় মিলনায়তনে মেহেরপুর কর্তৃক বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ), ২০২৩-২০২৪ অর্থবছরের সংযোজনী-৪(১.৪) এর আলোকে শুদ্ধাচার বিষয়ক এক দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ পরিচালনা করেন। তিনি জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের যাবতীয় দিক তুলে ধরেন এবং কর্মকর্তা-কর্মচারীদের এতদ্বিষয়ে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এবং অংশ গ্রহণকারীদের প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণে জেলা কার্যালয়সহ মেহেরপুর জেলার বিভিন্ন উপজেলার কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।