মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি ও মেহেরপুর সদর উপজেলার আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কমর উদ্দিন গুরুতর অসুস্থ হওয়ায় তাকে দেখতে তার বাসভবনে যান মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন।
রবিবার সন্ধ্যার দিকে অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন কমর উদ্দিনের বাসভবনের যান এবং তার স্বাস্থ্যের প্রতি খোঁজ-খবর নেন। এদিকে এর আগে মেহেরপুর জেলার সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের নেতৃত্বে শিক্ষক প্রতিনিধিরা কমর উদ্দিনকে দেখতে আর বাসভবনে যান। এসময় প্রধান শিক্ষক শামসুল আরেফিন বাবু, মোখলেছুর রহমান, আব্দুস সাত্তার, হাসানুজ্জামান, ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। শিক্ষক নেতৃবৃন্দ কমর উদ্দিনের আশু রোগ মুক্তি কামনায় দোয়া করেন।