মেহেরপুর নিউজ,৩০ মে:
মেহেরপুর পৌরসভার ২০১৫-২০১৬ অর্থবছরের ৭১ কোটি ৪০ লক্ষ ৩৩ হাজার ২২৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা অনুষ্ঠান শুরু হয়েছে। যেখানে দাতা গোষ্টীর কাছে বিভিন্ন প্রকল্প বাবদ প্রাপ্য ধরা হয়েছে ৬৪ কোটি ৫৮ হাজার ৪৬৮ টাকা। পৌরসভার রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ৮ কোটি ৭ লক্ষ ৬৪ হাজার ৫৪৬ টাকা।একই খাত থেকে গত ২০১৩-১৪ অর্থ বছরে পৌরসভা প্রকল্প থেকে পায় ১৭ কোটি ২৬ লক্ষ ৮হাজার ৬৪৭ টাকা এবং ২০১৪-১৫ অর্থবছরে মেহেরপুর পৌরসভা পেয়েছিলো ১৬ কোটি ৯ লক্ষ ৬১ হাজার ২১০ টাকা।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর কমিউনিটি সেন্টার মিলনায়তনে উন্মুক্ত বাজেট অনুষ্ঠান শুরু হয়। পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতুর সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার আরিফ হোসেন,আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আশকার আলী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কে এম আতাউল হাকিম লাল মিয়া।