মেহেরপুর নিউজ,৩০ মে:
হাসপাতাল বাচাতে এসো সবাই মিলে এক হই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ সহ সকল শুন্য পদে জনবল নিয়োগ, ২৫০ শয্যা বিশিষ্ট হাস্পাতালের পুর্নাঙ্গ রুপদান সহ মুজিবনগর মেডিকেল কলেজ বাস্তবায়ন এবং রুগি বহনককারী প্রয়োজনীয় এ্যাম্বুলেন্স ঘাটতি পূরন পূর্বক হাস্পাতালে চিকিৎসার মানউন্নয়ন সহ সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টার সময় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মেহেরপুর হাসপাতাল বাচাও আন্দোলন ফোরাম। ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচিতে মেহেরপুরের বিশিষ্ট সাংবাদিক ও মুক্তিবানি পত্রিকার নির্বাহী সম্পাদক মুহাম্মদ রবিউল আলম, হাসপাতাল বাচাও আন্দোলন ফোরামের সংগঠক শোয়েব রহমান, মুজাহিদ মুন্না, আলতাফ মাহামুদ, এস এম ফয়সাল, আমানুল্লাহ আমান, সোহানসহ মেহেরপুরের বিভিন্ন সংগঠনের সংগঠক, ঢাকায় অবস্থানরত মেহেপুরের সকল শ্রেনী পেশার মানুষ এবং মেহেরপুরের ছাত্ররা উপস্থিত ছিলেন। মানববন্ধনে হাসপাতাল বাচাতে প্রয়োজনে বড় ধরনের কর্মসূচির ঘোষনার দেন আন্দোলনকারীরা।