মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জুন:
মেহেরপুর শহরের ওয়াবদা পাড়ায় ছাগাল তাড়ানোকে কেন্দ্র করে ভারতী নামের এক মহিলাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা । বুধবার সকারেল দিকে এ ঘটনা ঘটে । জানা গেছে, ঘটনার দিন ঐ এলাকার মিনারুলের একটি ছাগল প্রতিবেশি ইমান আলীর বাড়িতে প্রবেশ করে খাবার নষ্ট করে এ সময় ইমানের স্ত্রী ভারতী ছাগলটি তাড়িয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মিনারুল ও তার স্ত্রী রতনা ক্ষিপ্ত হয়ে ভারতীর ওপর হামলা চালায় । এতে সে ।অহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।