মেহেরপুর নিউজ, ০৬ এপ্রিল:
মেহেরপুরের গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলাকালে কর্তব্য অবহেলার অভিযোগে বেনুয়ারা নামের এক মহিলা প্রভাষক কে বহিস্কার করা হয়েছে। সোমবার দুপরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন এ আদেশ প্রদান করেন।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন জানান, এইসএসসি পরীক্ষায় ইংরাজি প্রথম পত্র পরীক্ষা চলাকালিন সময়ে কর্তব্যে অবহেলার কারনে গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের ম্যানেজমেন্টের প্রভাষক বেনুয়ারা খাতুনকে অব্যাহতি দেয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রের হল সুপার সামসুল হায়দার জানান, অন্য শিক্ষক কে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।